ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বাড়তে পারে ১৪ দলের আকার

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭ , ০১:১৬ পিএম


loading/img

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৪ দলীয় জোটের আকার বাড়তে পারে। বললেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. নাসিম।

বিজ্ঞাপন

শনিবার দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন নয়। একাদশ সংসদ নির্বাচনও শেখ হাসিনার অধীনে হবে। তখন ১৪ দলের আকারও বাড়তে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দলগুলো চাইলে মহাজোটের অংশ হবে। নির্বাচনের আগেই সে সিদ্ধান্ত আসতে পারে। স্বাধীনতাবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার কোনো বিকল্প নেই।

এইচটি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |